বাবা মা”র কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন সাবেক সাংসদ সেলিম
গোয়াইনঘাট প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট ৪ গোয়াইনঘাট, জৈন্তা ও কোম্পানিগঞ্জ উপজেলা থেকে নির্বাচিত সাবেক সাংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম এর আজ শুক্রবার (৭ মে) বাদ আসর গোয়াইনঘাট উপজেলার রাধানগর ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থ দফা জানাজা শেষে তার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তার মরদেহটি সমাহিত করা হয়। এর আগে, সাবেক এই সাংসদ সদস্যে র” প্রথম জানাযার নামাজ শুক্রবার বাদ জুম্মা হযরত শাজালাল (র.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের লাশ নিয়ে যাওয়া হয় সিলেটের হরিপুর মাদ্রাসা এবং জৈন্তাপুর উপজেলার দরবস্ত খেলার মাঠে। সেখানে দ্বিতীয় ও তৃতীয় দফা জানাজা শেষে বাদ আসর ডা. ইদ্রিছ আলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম দিলদার হোসেন সেলিমের চতুর্থ দফা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা সহসভাপতি লুৎফর রহমান লেবু, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, জেলা বিএনপির সদস্য এডভোকেট নুর আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ওসমান গনি, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম শাহপরান, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহ আলম স্বপন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, সিনিয়র সহ সভাপতি মিনহাজ উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ, লেংঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব,ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান এম এ রহিম, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর আবুল হোসেন, বিএনপি নেতা এম এ মতিন, সেচ্ছাসেবকদল নেতা গোলাম সারোয়ার সোহেল, রুহুল আমিন,জেলা ছাত্রনেতা সাইদুর রহমান, জসীম উদ্দিন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শাহেদ আহমদ, সদস্য সচিব মুমিনুল হক, ইউনিয়ন বিএনপির নেতা সাইদুর রহমান, নাসির উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, ডাক্তার নুর মোহাম্মদ সহ এলাকার কয়েক হাজার মানুষ তার জানাযায় অংশ নেয়। এবং চতুৰ্থ জানাযার মধ্য দিয়ে তাকে শেষ বিদায় জানানো হয়। উল্লেখ্য, যে দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ নানা রোগে ভোগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন। মঙ্গলবার (৪ মে) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে এবং শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারনে তাঁকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়। এবং গত বুধবার রাত পৌনে ১০টার দিকে তিনি মৃত্যু বরণ করেন