মাদরাসাতুল হাসানাইন সিলেটের খতমে বুখারীর প্রস্তুতি সভা সম্পন্ন
সিলেট প্রতিনিধি :: হাদিস বিজ্ঞানের শ্রেষ্ঠতম কালজয়ী গ্রন্থ সহিহ বুখারী শরিফের খতম উপলক্ষে সোমবার (০৮ মার্চ) বাদ যোহর মাদরাসাতুল হাসানাইন সিলেট ( ব্লক সি, শাহজালাল উপশহর) এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন, সিলেটের ঐতিহ্যবাহী দরগা মাদ্রাসার শায়খুল হাদিছ ও মুহতামিম শায়খ মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, দেউলগ্রাম মাদরাসা বিয়ানীবাজার সিলেটের মুহতামিম শায়খ মাওলানা আব্দুল মুছাব্বির (দা.বা.), রেংগা মাদরাসার শায়খুল হাদিছ শায়খ মাওলানা নাযির আহমদ ঝিংগাবাড়ী, ফোর্ড স্কয়ার জামে মসজিদ লন্ডনের ইমাম ও খতিব শায়খ মাওলানা হাফিয শামছুল হক।
খতমে বুখারীর আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্টানকে সফলভাবে আয়োজনের লক্ষ্যে আজ বুধবার (০৩ মার্চ) এক বিশেষ প্রস্তুতি সভা মাদ্রাসার পাঠাগার কক্ষে অনুষ্টিত হয়েছে।
মাদরাসাতুল হাসানাইন সিলেটের শায়খুল হাদিছ শায়খ মাও. কামালুদ্দীন-এর সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাও মাশহুদ আহমদের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্টাতা প্রিন্সিপাল মাও. শাব্বীর আহমদ, নাসুহা ফার্মার পরিচালক মাও. আবু বকর সিদ্দীক, হাফিজ মাও ছাঈদ আহমদ, শাহজালাল উপশহর যুব কল্যান পরিষদের আহবায়ক মাও. রেজওয়ান আহমদ, বাংলাদেশ রিপোর্টার ক্লাবের স্থায়ী সদস্য ও সাপ্তাহিক ইউনানী কন্ঠের সম্পাদক হাফিয মাও. হাফিজুল ইসলাম লস্কর, মাও. আব্দুল হাই আজাদ, মাও মশাহিদ আহমদ, হাফিজ এনামুল হক চোধুরী, আদনান চোধুরী, ভাই ভাই এন্টারপ্রাইজের পরিচালক নোমান আহমদ, পাওয়ার ব্রাদার্স উপশহরের সভাপতি শাহেদ আহমদ পলাশ, আবুল কাশেম মুক্তা চৌধুরী, ব্যবসায়ী মোস্তাক আহমদ, আব্দুল আহাদ, শামীম আহমদ সাহেদ, ফুয়াদ বকসী, তানিম আহমদ, রোমান আহমদ, সাফুওয়ান রহমান প্রমুখ।