রশীদপুর সড়কে ৬ দফা বাস্তবায়নের দাবিতে তিন উপজেলাবাসীর অবস্থান কর্মসূচি
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুর ত্রিমুখী পয়েন্টে গোলচত্বর, ৬ লেন প্রকল্প বাশস্তবায়নের পূর্ব পর্যন্ত স্প্রীড ব্রেকার, স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগ, রশীদপুর পয়েন্টের দুই পাশ প্রসস্থকরণ, যাত্রী চাউনী ও রোড সাইন স্থাপনসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে আজ বুধবার সিলেটের বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও ওসমানীনগর উপজেলাবাসি সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুর পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছে।
নিরাপদ রশীদপুর বাস্তবায়ন পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি সকাল ১০টায় শুরু হয়। দুপুর ১২টায় শেষ হয়। ২ ঘন্টা অবস্থান কর্মসূচিতে সরকার ও কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
কর্মসূচিতে তিন উপজেলার সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ ব্যানার নিয়ে অংশ নেন। নিরাপদ রশীদপুর বাস্তবায়ন পরিষদের আহবায়ক শেখ মো. আজাদের সভাপতিত্বে ও রাজনীতিবীদ শহিদুল ইসলাম সাহিদ এবং মোহাম্মদ আমীর আলীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সুফি শামসুল ইসলাম, বিএনপি নেতা আসাদুজামান নূর আসাদ, ইউ/পি সদস্য জহুর আলী, আব্দুল মোমিন মামুন, যুবলীগ নেতা সেবুল আহমদ, ফয়জুল ইসলাম জয়, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাংবাদিক নবীন সুহেল, ছাত্রনেতা তানিমুল ইসলাম, ইমরান আহমদ সুমন, সংগঠক আব্দুল খালিক, মুহিত হোসেন, লোকমান হোসেন, আব্দুল মান্নান রিপন, শেখ শাহিদুর রহমান, মনোহর হোসেন মুন্না, ইমাদউদ্দিন দয়াল, রাহেল আহমদ, সফিক আহমদ পিয়ার, শেখ ফজর রহমান, ফজল খান, লায়েক আহমদ টিপু, ইমাদউদ্দিন, আশিক আলী, প্রবাসী আহাদ উল্লাহ, সাহিদুল ইসলাম তুহিন, কাওছার আহমদ, আমিনুর রহমান শিপ্তা প্রমুখ।
এসময় তিন উপজেলার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচির পূর্বে সিলেট-ঢাকা মহাসড়কে দূর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।