বিশ্বনাথে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে যথাযথ মর্যাদায় পালিত হলো আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধার সাথে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রবিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তাদের সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল। পরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। এরপর পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন থানা প্রশাসন, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা কৃষকলীগ, উপজেলা শ্রমিকলীগ, উপজেলা জাতীয় পার্টি, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ, এম. মজনু ফোরাম বিশ্বনাথ। সূর্য উদয়ের পরে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে একে একে বিশ্বনাথ প্রেসক্লাব, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়, বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামী লীগ, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন, ফারিয়া বিশ্বনাথ, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), বিয়াম ল্যাবরেটরি স্কুল, আলহাজ্ব মনু মিয়া স্মৃতি সংসদ, উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশন, ইউকে বাংলা আওয়ামী লীগ, রুকন গ্রুপ বিশ্বনাথ। অর্পিত ফুলের তোড়াগুলো সাজিয়ে রাখে বিশ্বনাথ থিয়েটারের নাট্যকর্মিরা। পরে দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বিআরডিবি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, ভুমি কর্মকর্তা কামরুজ্জামান, থানার ওসি শামীম মুসা, সদর ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস শহীদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের সুপাভাইজার জামাল উদ্দিন, মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা আফিয়া বেগম, সেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
Next Post Previous Post