সিলেটে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সিলেট প্রতিনিধি :: অমর একুশে ফেব্রুয়ারীতে শহীদ মিনারে সর্বশ্রেণীর মানুষের শ্রদ্ধা নিবেদনের মাধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় সিলেটে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
রবিবার (২১ফেব্রুয়ারী) বাঙালি জাতি ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি সারাদেশের ন্যায় সিলেটে পালিত হয়েছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রভাতফেরি ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, আশফাক আহমদ, এডভোকেট মো. নিজাম উদ্দিন, অধ্যক্ষ মো. সুজাত আলী রফিক, এডভোকেট শাহ মো. মোশাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট রনজিত সরকার, উপদেষ্টা এডভোকেট খোকন কুমার দত্ত, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ মবশ্বির আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক  সম্পাদক ডা. মোহাম্মদ শাকির আহমেদ (শাহীন), উপ দফতর সম্পাদক মো. মজির উদ্দিন, উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, কোষাধ্যক্ষ শমসের জামাল, কার্যকরী কমিটির সদস্য মো. নিজাম উদ্দিন চেয়ারম্যান, সৈয়দ মিসবাহ উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, এডভোকেট  নূরে আলম সিরাজী, এম কে শাফি চৌধুরী এলিম, মো. আব্দুল বারী, আবু হেনা মো. ফিরোজ আলী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মো. জাকির হোসেন, এডভোকেট আফসর আহমদ, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট মনসুর রশিদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, গোলাপ মিয়া, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ প্রমুখ।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার ও পুলিশ লাইন্স স্কুলের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এসএমপি’র পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা ও মহানগর যুব মহিলা লীগ। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন যুব মহিলা লীগ নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসমীহ বিনতে স্বর্ণা, অর্থ সম্পাদক মিনারা চৌধুরী, মহানগর যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার রীনা, জেলা সদস্য তাহমিনা তাসনিম, ফরিদা বেগম, মমতা রানী, আফসানা মীম, আছমা বেগম, মহানগর সদস্য মনি আক্তার, সাজেদা আক্তার, রত্না বেগম, তাহমিনা আক্তার, তিন্নি ইসলাম প্রমুখ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবতী জুয়েল, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মনোজ কপালী মিন্টু, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সভাপতি মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী আলাউদ্দিন আহমদে, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান মির্জা, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ আলীনূর রহমান নয়ন, সমাজ কল্যাণ সম্পাদক শাহিদা বেগম, আলীনূর রহমান, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সহ-সভাপতি জাফর সরদার, মহিলা বিষয়ক সম্পাদিকা আলেয়া ইকবাল চৌধুরী, সন্তান কমান্ড কমিটির প্রতিনিধি সুজন মিয়া, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট সদর উপজেলার সভাপতি শায়েস্তা তালুকদার, সহ-সভাপতি রফিক তালুকদারসহ প্রমুখ।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান সিলেট জেলা যুবলীগের নেতৃবৃন্দ। সকালে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। এর আগে সিলেটের রেজিস্টারী মাঠ থেকে জেলা আওয়ামী লীগের প্রভাত ফেরিতে সমবেত জেলা যুবলীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সুরমা বয়েজ ক্লাব। সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সুরমা বয়েজ ক্লাবের নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন- সুরমা বয়েজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি গোপাল বাহাদুর, সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, যুগ্ম সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য অর্নব বাহাদুর, তুষার বাহাদুর প্রমুখ।
একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি এ কে এম মাহমুদুল হাসান সানি ও সাধারণ সম্পাদক মিফতাহুল লিমনের উদ্যোগে প্রভাত ফেরির মাধ্যমে সকাল সাড়ে ৭টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সকাল ৯টায় কলেজ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রলীগের শহিদ আকিল অপু, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক জাকারিয়া উল হক, বরইকান্দি ইউনিয়ন যুবলীগ এর যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম সুমন, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি বিজন দাস, কাওছার কামালী, আবুল হাসান আকিব, সাদিক রহমান, জালালাবাদ থানা ছাত্রলীগের সহ সভাপতি নাঈম আহমেদ, শিপু আহমেদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এম শাহিনুল ইসলাম, জুবায়ের আহমেদ, তারেক আহমেদ, ১৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকি দেব, ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুল মুমিন লাহিন প্রমুখ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদদিবস উপলক্ষে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষিকারা।
সকাল ১০টার দিকে পুস্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, অভিভাবক সদস্যবৃন্দ, হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও স্টুডেন্ট কেবিনেট সদস্যরা। পুষ্পস্তবক অর্পণ শেষে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট সদর উপজেলা যুবদলের নব গঠিত কমিটি। রবিবারের প্রথম প্রহরে সিলেট সদর উপজেলা নব গঠিত যুবদলের আহবায়ক আবুল হাসনাতের নেতৃত্বে প্রভাতফেরী শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নব গঠিত কমিটির নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্ম আহবায়ক, খালেদ আহমদ, কামাল আহমদ, মোঃ মইন আহমদ,শাহজাহান আহমদ জুয়েল, জামাল আহমদ, আলিউর রহমান আলী, আব্দুল আহাদ রানা, তারেক আহমদ, সদস্য জইন উদ্দিন, জাকির হোসেন, শামছু উদ্দিন, সিদ্দিকুর রহমান রুহেল, রাজু আহমদ, ফয়জুল আহমদ, ডালিম চৌধুরী, কাউছার, বিল্লাল হুসেন বিল্লাল, আজির উদ্দিন প্রমুখ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট মহানগর মৎস্যজীবী লীগ। সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট মহানগর মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন- মহানগর সদস্য সচিব শেখ এনায়েত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল হাসান, কয়েস মিয়া, সদস্য আনোয়ার হোসেন শিবলু, নুরুল ইসলাম, মো, আবু সাঈদ, মনু মিয়া, ছাদেকুর রহমান, আনোয়ার হোসেন, বাদশা মিয়া, মুহিব মিয়া, ফখর মিয়া, আলম, হোসেন, আজমান তুহিন, ফজলু মিয়া, বারাম উদ্দিন, ইমতাজ আহমদ, মুন্না, সিরাজ, আতিকুর রহমান প্রমুখ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট মহানগর শ্রমিকলীগ। সকাল ১০টায় সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম ও জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও শ্রম আদালত সিলেট এর শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেনের নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শ্রমিক লীগ নেতৃবৃন্দ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট মহানগর যুবলীগ। সকাল ৯টায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদারের নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন যুবলীগ নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
Next Post Previous Post