হবিগঞ্জ পৌরসভার নির্বাচন আজ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভা নির্বাচন আজ রোববার। নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন- জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজান (নারিকেল গাছ), বিএনপি মনোনীত অ্যাডভোকেট এনামুল হক সেলিম (ধানের শীষ), সচেতন নাগরিক সমাজ প্রার্থী আলহাজ্ব মোঃ শামছুল হুদা (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী মোঃ বশিরুল আলম কাওছার (মোবাইল ফোন) ও স্বতন্ত্র প্রার্থী গাজী পারভেজ হাসান (জগ)। সাধারণ কাউন্সিলর পদে ৩৯ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জনসহ মোট ৫৩ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ভোটার সংখ্যা ৫০ হাজার ৯০৩ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ২৫ হাজার ৬২০ জন। জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম জানান, আজ রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) একটানা চলবে ভোট গ্রহণ। নিরাপত্তার দায়িত্বে থাকবে ১২০ সদস্যের ৬ প্লাটুন ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি), র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর ৪টি টিম, ২৪টি ভোটকেন্দ্রে ৬৬০ জন পুলিশ সদস্য এবং আনসার ভিডিপির মহিলাসহ ৯ সদস্য। এছাড়াও, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। সূত্র মতে, পৌর এলাকায় ঝুঁকিপূর্ণ কোন কেন্দ্র নেই। তবে প্রত্যেক প্রার্থীর নিজ কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হবে।

Next Post Previous Post