হিন্দু মহাজোট ও যুব পরিষদের গাইবান্ধা জেলা শাখার মানববন্ধন
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও বাংলাদেশ হিন্দু যুব পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে কুমিল্লার মুরাদ নগরে সাম্প্রদায়িক হামলা, প্রতিমা ভাংচুর, লুটপাট ও ধর্ম অবমাননার অজুহাতে বিভিন্ন শিক্ষার্থীদের বহিস্কারের প্রতিবাদে এবং ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠত হয়েছে।
৬ নভেম্বর (শুক্রবার) জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গাইবান্ধা জেলা শাখা আহবায়ক শ্যামল কুমার দাস, উপদেষ্টা বিপুল কুমার দাস, সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি পবন কুমার দাস, সহ-সভাপতি স্বপন রায়, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ গাইবান্ধা জেলা শাখার আহবায়ক স্বজনী চন্দ্র রায়, সাঘাটা উপজেলার ননি গোপাল সরকার, পবিত্র চন্দ্র শীল, মিলন কুমার চক্রবর্তী ও বিপুল চন্দ্র রায় প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।