বিশ্বনাথে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ও শিশু রবিউল ইসলাম (১২) হত্যায় মামলায় ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের আজিজুর রহমান গেদুর ছেলে ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য গোলাম হোসেন (৪৫)। রোববার গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার ২ নভেযম্বর গ্রেপ্তারকৃত ইউপি সদস্যকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্মার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার গোয়াহরি গ্রামে অভিযান চালিয়ে শিশু রবিউল হত্যা মামলায় ইউপি সদস্য গোলাম হোসেনকে গ্রেপ্তার করে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইউপি সদস্যকে আদালতে প্রেরণ করা হয়েছে।
শিশু হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। শিশু রবিউল হত্যার অপর আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে এবং হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নওধার-রহমাননগর গ্রামের বাড়ি থেকে বের হলে ‘নিখোঁজ’ হয়ে যায় রবিউল। কিন্তু পরদিন ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার ‘রামপাশা-বৈরাগীবাজার’ সড়কের বাল্লার সেতুর পাশের ডোবা থেকে শিশু রবিউলের লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহতের বাবা উপজেলার নওধার-রহমাননগর গ্রামের আকবর আলী বাদী হয়ে মঙ্গলবার রাতে এ মামলা করেন। মামলায় প্রতিবেশী তিন জনের নাম উল্লেখসহ আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
Next Post Previous Post