রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগান এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ (৩ অক্টোবর) শনিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু মহাল ও মাটি কাটা আইন মামলায় ১লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার এস আই মতিউর রহমান, এসআই আবুল হোসেন, সংগ্রাম বিজিবির ক্যাম্প কমান্ডার মুখলেছুর রহমানসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. নূর হোসেন নির্ঝর বলেন, জাফলং চা বাগান সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভাবে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে, দুইটি মামলায় একলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।