শিশু মিমের জীবন রক্ষায় আমার মা ফাউন্ডেশনের দ্বিতীয় দফায় অনুদান
লিউকেমিয়া আক্রান্ত মিমি এর পাশে দাঁড়িয়েছে আমা মা ফাউন্ডেশন মিঠাপুকুর । মিমের ঠিকানা কানুদাপাড়া, শঠিবাড়ী, মিঠাপুকুর, রংপুর। সে ২ মাস যাবৎ লিউকেমিয়াতে ভূগছে। হত দরিদ্র পিতার অভাবের সংসার তাই চিকিৎসার সংস্থান করতে পারছেন না। অবশেষে আমার মা ফাউন্ডেশনের যুব বিষয়ক সম্পাদক মুরাদ খানের নজরে আসে বিষয়টি। মিমের বিষয় টি নিয়ে মুরাদ খান আমার মা ফাউন্ডেশন এর কেন্দ্র থেকে অনুমোদন নিয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে প্রশাসনিক অনুমোদন নিয়ে স্থানীয় আমার মা ফাউন্ডেশন এর সদস্যদের সাথে নিয়ে মিমের জন্য সহযোগিতা কার্যক্রম গ্রহন করেন।
এই কার্যক্রমককে ত্বরান্বিত করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার এ,কে,এম, সাদেকুল ইসলাম ও একই অফিসের কোষাধ্যক্ষ গোলাম ফারুক।
উল্লেখ্য এর আগে প্রথম ধাপে ৮ হাজার গতকাল মেঘনা ব্যাংক শঠিবাড়ী শাখায় ৫ হাজার টাকা জমা করা হয়েছে। আজ দ্বিতীয়পর্বে ১০,৪৭১ টাকা হস্তান্তর করা হয়। শিশু মিমকে দেশে কিংবা বিদেশ থেকে কোন সুহৃদ ব্যাক্তি বা প্রতিষ্ঠান সহযোগিতা করতে চাইলে করতে পারেন।
স. হিসাব নং ৭১০১১২১০০০০২৩৯০, মেঘনা ব্যাংক শঠিবাড়ী শাখা, মিঠাপুকুর, রংপুর।
বিকাশঃ ০১৭৬২৮৮৯৮৮৩ (পারসোনাল)