কোটচাঁদপুরে ৬তলা বিশিষ্ট বিজ্ঞান ভবন শুভ উদ্ভোধন করলেন, এমপি চঞ্চল 

আশরাফুল আলম,ঝিনাইদহ স্টাফ রিপোর্টার : “সরকারি কলেজ সমূহ বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের অধীনে” ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারী কে এম এইচ ডিগ্রি কলেজ (৬তলা) বিশিষ্ট  একাডেমিক ভবনের শুভ উদ্বোধন  করা হয়েছে। ৪ই অক্টোবর রবিবার সকাল ১১ টার দিকে সরকারি কলেজের মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬তলা ভবনের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ -৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল। রেজাউর রহমান উপাধ্যক্ষের কাছ থেকে জানা যায়, বর্তমান সরকারের সরকারী কলেজ সমুহে বিজ্ঞান শিক্ষার মান উন্নয়ন প্রকল্পের আওতায় কোটচাঁদপুর  সরকারী কলেজে ২০১৮-১৯ অর্থ বছরে ৬ কোটি টাকা নির্মাণে ব্যয় হবে। কোটচাঁদপুর  সরকারী কলেজে এ ছয়তলা বিশিষ্ট ভবন নির্মানের কার্যাদেশ দেওয়া হয়। সরকারী কলেজের অধ্যক্ষ অনুতোষ কুমার এর সভাপতিত্বে ও সহকারী উপাধ্যক্ষ  হাবিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত ৬ তলা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন , পৌর মেয়র জাহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক,  উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহসভাপতি নুরুল ইসলাম খাঁন বাবলু, পৌর আওয়ামী লীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সেলিম, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল আলম, ইউপি চেয়ারম্যান নওশের আলী, মিজানুর রহমান খাঁন, প্রমূখ। এসময় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ  ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Next Post Previous Post