দিনাজপুরে লাইট হাউজের উদ্যোগে অনুষ্ঠিত সেনসিটাইজেশন সভায় সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুছ

মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর : লাইট হাউস কনসোর্টিয়াম এর আওতায় দি গ্লোবাল ফান্ড প্রজেক্ট, আইসিডিডিআর,বি-এর অর্থায়নে হেলথ সার্ভিস প্রোভাইডার, ধর্মীয় নেতা, আইনজীবী, সাংবাদিক, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং সিবিও রিপ্রেজেন্টেটিভদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এইচআইভি ও এইডস প্রতিরোধ বিষয়ক সেনসিটাইজেশন সভা।
২৪ সেপ্টেম্বর, ২০২০ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শহীদ ডা. আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ বলেন – ধর্মীয় অনুশাসন ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতাই পারে এইচআইভি ও এইডস মুক্ত বাংলাদেশ গড়তে।
প্রধান আলোচ্যক হিসেবে আলোচনা করেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাদ আলী, কাউন্সিলর এন্ড এডমিনিস্টিটর আরাফাত হোসেন, মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ এজাজ, শহর সমাজ সেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, কোতয়ালী থানার এসআই মোঃ এনামুল হক।
স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম এবং প্রজেক্টরের মাধ্যমে তথ্য ভিত্তিক উপস্থাপনা করেন দিনাজপুর লাইট হাউজের ডিআইসি ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম।
সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম এর সঞ্চালনায় মুক্ত আলোচনা করেন প্যানেল মেয়র রোকেয়া বেগম লাইজু, এ্যাডঃ এম.এ রহমান, এ্যাডঃ ছন্দা রানী দাস, অনুঘটক সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম বাবলু।
বক্তারা বলেন, বাংলাদেশের ভৌগলিক অবস্থান এবং প্রতিবেশী দেশ সমূহে এইচআইভি ও এইডস এর আধিক্য আমাদের অত্যন্ত ঝুকির মধ্যে রেখেছে। এ থেকে মুক্তি পেতে হলে ধর্মীয় অনুশাসন ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা প্রয়োজন।
Next Post Previous Post