যানজট নিরশনে মোবাইল কোট পরিচালনা সাধুবাদ জানিয়েছে স্থানীয় সুশীল সমাজ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : যানজট নিরশনে মোবাইল কোট পরিচালনা করছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান আটোয়ারী উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারে উপস্থিত থেকে মোবাইল কোট পরিচালনা করেন এবং বাজারের উন্নয়নের বিষয়ে সাধারণ জনগনের সাথে কথা বলেন। এদিকে শৃঙ্খলা ভঙ্গ করা বিভিন্ন গাড়ি থেকে মোট ৬ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যজিট্রেট আবু তাহের মোঃ সামসুজ্জামান। উল্লেখ্য, বাজারে বাস, ইজি বাইক, সিএনজি, পাগলু জাতীয় কোন গাড়ি প্রবেশ করতে পারবেনা বলে জনস্বার্থে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার পরেও অনেকে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে চলছে। আর সে কারনেই এই মোবাইল কোট পরিচালনা করা হয় এবং ভবিষ্যতে এ আদালত কার্যক্রম অব্যাহত থাকবে জানাগেছে। প্রশাসনের এমন উদ্দ্যেগকে সাধুবাদ জানিয়ে কোট পরিচালনা অব্যাহত রাখার জোর দাবী জানান স্থানীয় সুশীল সমাজের লোকজন।

Next Post Previous Post