দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০ অনুষ্ঠিত
মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর : ” প্রতিটি বাড়িতে ৩টি করে গাছ লাগান ” প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাকে সামনে রেখে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা-দিনাজপুর জেলা শাখার আয়োজনে ও দিনাজপুর জেলা চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপ এর ব্যবস্থাপনায় দিনাজপুর শহরের রামনগরস্হ জেলা চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ (মুজিব বর্ষ) উপলক্ষে গাছ বিতরণ অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০।
৯ সেপ্টেম্বর, ২০২০ বুধবার সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর জেলা চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপ এর সভাপতি মোঃ জুলফিকার আলী (স্বপন) এর সভাপতিত্বে ” বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০ ” অনুষ্ঠানে প্রধান অতিথির অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা ত্রাণ পরিচালনা কমিটির আহবায়ক মো. আলতাফুজ্জামান মিতা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মুখপাত্র এবং প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কারপ্রাপ্ত শিশু সংগঠক মো. মনিরুজ্জামান জুয়েল, দিনাজপুর সাবেক পৌর কাউন্সিলর ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ হারুনুর রশিদ রাজা, জেলা চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপ এর সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ ঘোষ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান নভেল, সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটন, ১ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, দিনাজপুর জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মোঃ জাকির হোসেন, দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপ এর সহ সাধারণ সম্পাদক মো. আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুর আলম, ফারজানা শারমিন রিনা, জয়ন্ত ঘোষ ও উজ্জ্বল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ আবুল খায়ের। অনুষ্ঠানে ২৫০টি গাছ বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, প্রতিবছরের ন্যায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে ” বৃক্ষরোপণ কর্মসূচী – ২০২০ ” এর কার্যক্রম চলমান থাকবে।