রাজাপুরে নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক সংষ্কার করলেন আ’লীগ নেতা তারেক মেম্বর, দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব
রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে ব্যক্তি উদ্যোগে ধানসিড়ি নদী খননের সময় ভাঙনে দেবে যাওয়া ও বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক সংষ্কার করা হয়েছে। এতে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সম্পাদক ইউপি সদস্য বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম তারেক নিজ অর্থায়নে উপজেলার বাগড়ি-নাপিতেরহাট-হাইলাকাঠি সড়কের হাইলাকাঠি ও পূর্ব ইন্দ্রপাশা এলাকার সড়কটি সংষ্কার করাচ্ছেন। তিনি নিজে উপস্থিত থেকে বেকু মেশিন দিয়ে মাটি ফেলে নিজ হাতে কোদাল দিয়ে তা সমান করে কাজের উদ্বোধন করেন। এ সময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল মৃধা, যুবলীগ নেতা নান্নু হাওলাদার, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিম হোসেন, সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি পলাশ হাওলাদার, সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি লোকমান খলিফা, সংরক্ষিত নারী সদস্য ২ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি তাজলিমা আবিদা, সম্পাদক পান্নু ব্যাপারি, কামাল খানসহ আ’লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, নদী খননের সময় ভাঙনে দেবে যাওয়া ও বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক একেবারেই পানির নিচে ডুকে ছিলো। তখন যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখন সড়কটি সংষ্কার হওয়ায় সে স্বাভাবিকভাবে চলাচল করা যাবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। এমন মহতি উদ্যোগের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা। মঠবাড়ি ইউনিয়ন আ’লীগের সম্পাদক তরিকুল ইসলাম তারেক জানান, হাইলাকাঠি-নাপিতেরহাট সড়কটি ক্ষতিগ্রস্থ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ায় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সংষ্কার করে দিচ্ছি। এছাড়া সাবেক সফল খাদ্য ও শিল্পমন্ত্রী ১৪ দলের সন্বয়ক আলহাজ¦ আমির হোসেন আমু এমপি মহোদয়ের নির্দেশক্রমে করোনাকালে মঠবাড়ি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে খাদ্য সরবরাহ ও বিভিন্ন এলাকার সড়ক-সাকো সংস্কার করেছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।