হাকিমপুরে চালের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা

আনোয়ার হোসেন বুলু,হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুরে তিন দিনের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা। তিনদিন আগে যে চাল ছিলো ৩৮ টাকা তা বর্তমান খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০/৪১ টাকা কেজি দরে। ধানের দাম বেশি হওয়ায় চালের দাম বেড়েছে বলে জানিয়েছেন চাল ব্যবসায়ীরা। এদিকে হঠাৎ চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়ছে খেটে খাওয়া মানুষ ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় চালের বাজার ঘুরে জানা গেছে, তিনদিন আগে অটোমিলের চালের দাম বাজারে যা ছিলো তা গড়ে প্রতিটি চালের দাম খুচরা বাজারে বেড়েছে কেজি প্রতি ৩ টাকা। ২৮ জাতের চালের দাম ছিলো কেজি প্রতি ৩৮ টাকা তা বর্তমান পাইকারী ৪০ টাকা,খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪১ টাকা কেজি দরে। অটো ২৮ ছিলো ৪৩ টাকা, বর্তমান পাইকারী ৪৫ টাকা, খুচরা বাজার ৪৬ টাকা। নাজির শাল চাল ছিলো ৪২ টাকা তা বর্তমান পাইকারী ৪৩ টাকা,খুচরা দাম ৪৫ টাকা। মিনিকেট চালের দাম ছিলো ৪৭ তা বর্তমান পাইকারী বাজারে ৪৮ টাকা, খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা, স্বম্পা কাটারি ছিলো ৪৭ বর্তমান পাইকারী ৪৮ টাকা এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।
বাজারে চাল কিনতে আসা ভ্যানচালক আব্দুল কাদের বলেন, বাজারে চাল কিনতে এসে হিসাব মিলাতে পারছি না। তিনদিন আগে যে দামে চাল কিনেছিলাম আজ দেখি সেই চাল প্রতি কেজিতেই ৩ টাকা বেশি। এভাবে যদি চালের দাম বাড়তে থাকে তাহলে কিভাবে সংসারের চাহিদা মেটাবো।
বাজারের খুচরা চাল ব্যবসায়ী নিখিল দাস বলেন, হঠাৎ করে চালের দাম বেশি হওয়ায় প্রতিটি চাল ক্রেতাদের সাথে কথা কাটাকাটি হচ্ছে। বেশি দামে চাল কিনছি তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
হিলি বাজারের চাল পাইকার ব্যবসায়ী স্বপন পাল বলেন, বর্তমান অটো মিলে চালের দাম দুই টাকা বেশি। আমাদের এই চাল আগের ক্রয় করা তাই কম দামে বিক্রি করতে পারছি। এখন মিল থেকে চাল ক্রয় করলে আরও বেশি দামে বিক্রি করতে হবে।
তিনি আরও বলেন, দিনাজপুরের সেতাবগঞ্জের জহুরা অটোমিল এবং ঠাকুরগাঁ ভাইভাই অটো রাইস মিল থেকে আমরা চাল ক্রয় করে থাকি। সেই মিলগুলোতে বর্তমান চালের দাম বেশি। মিল মালিকরা তাকে জানিয়েছেন ধানের দাম বেশি হওয়ায় চালের দাম বেশি হয়েছে।

Next Post Previous Post