গোয়াইনঘাটে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রফিক সরকার গোয়াইনঘাট (প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা মূলক এক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব’র সভাপতিত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা কৃষি অফিসার সুলতান আলী, গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ, ইউ পি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, আব্দুস সালাম, মাহবুব আহমদ, শাহাবুদ্দিন শিহাব, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু কাউসার, উপজেলা মৎস কর্মকর্তা আহমেদ কবির খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন এবং সেমিনারে উপস্থিত সুধী জনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর ইন্সট্রাক্টর নূর মোহাম্মদ হোসেন।