বগুড়ার নন্দীগ্রামে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু
জিল্লুর রহমান রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (২৯ শে সেপ্টেম্বর) সকালে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের মাড়িয়া গ্রামের পলাশ চন্দ্র শীলের ছেলে পল্লব চন্দ্র শীল (১৩) গ্রামের বন্ধুদের সাথে স্কুল মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে সবাই বাড়ি ফিরলেও পল্লব চন্দ্র শীল বাড়িতে ফিরেনি। এরপর তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। পরে বেলা আনুমানিক ২ টার দিকে লোকজন পল্লব চন্দ্র শীলের মরদেহ বাড়ির পাশে একটি পুকুর ভেসে থাকাবস্থায় দেখতে পায়। এরপর তার মরদেহ উদ্ধার করে। পল্লব চন্দ্র শীলের উচ্চ রক্তচাপ ছিলো। সে কারণেই পানিতে ডুবে তার মৃত্যু হয়। পল্লব চন্দ্র শীল ধুন্দার উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করতো। থানার অফিসার ইনচার্জ শওকত কবির বলেন, পুকুরের পানিতে ডুবে ওই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ হতে কোনো আভিযোগ করেনি।