মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে দেবহাটায় ক্যান্সার আক্রান্ত শিশুকে প্রধান মন্ত্রীর অনুদান

শনিবার (২৩ আগস্ট) সকালে তার পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা। এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লাভলু বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা নফর বিশ্বাস, ইউপি মেম্বার তারুসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুদান প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জি এম সৈকত ও অসুস্থ শিশুটির পরিবার।