দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অর্থ বিতরণ
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে মোবাইল মানি-ট্রান্সফারের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। কোভিড-১৯ ইমারজেন্সী রেসপন্স প্রকল্পের আওতায় চলমান করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে মোবাইল মানি-ট্রান্সফারের মাধ্যমে এই নগদ অর্থ বিতরণ করা হয়। ২৩ আগষ্ট বিকেলে দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ২ জন উপকারভোগির হাতে নগদ অর্থ বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া প্রোগ্রামের ক্লাস্টার ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন’র সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপি’র কর্মসূচী সংগঠক বার্নার্ড কুজুর’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কাঞ্চন কলোনী শহর উন্নয়ন কমিটির সভাপতি মোঃ জহির খান, দক্ষিণ বালুবাড়ী শহর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সুমা আক্তার রুনা, গোবড়াপাড়া শান্তিপুর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ তানভীর লিটন। দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) পরিচালনা কমিটির সদস্য প্রশান্ত রায় জুন, শহর উন্নয়ন কমিটির সভাপতি মনজিলা পারভীন, সদস্য আনোয়ারা বেগম, বিকাশ এজেন্ট প্রদীপ চন্দ্র দাসসহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে ২৬৫টি ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৩ হাজার করে টাকা নগদ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া অফিস। প্রথম দফায় গত রবিবার ৪৫ জনের প্রত্যেককে নগদ ৩ হাজার করে টাকা প্রদান করা হয়।