দিনাজপুরের জাতীয় উদ্দ্যানের সৌন্দর্য বর্ধনে, শৌচাগার, বেঞ্জ ও গোলঘরের উন্নয়ন মূলক কাজের শুভ সুচনা!

নবাবগঞ্জ (দিনাজ পুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর) : গত রোববার দুপুরের দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জাতীয় উদ‍্যান সংলগ্ন ঐতিহ্যবাহী আশুড়ার বিলের সৌন্দর্য বর্ধনে শৌচাগার, বেঞ্জ, গোলঘরের উন্নয়ন কাজের শুভ শুচনা করলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পি আই ও) প্রকৌশলী রেফাউল আজম, আওয়ামী লীগ নেতা মোঃ আজিজুল হক, হাবিবুর রহমান (রিপন) প্রমুখ।উল্লেখ্য ওই আশুড়ার বিলে উত্তর জনপদের দীর্ঘ কাঠের সেতু নির্মন করেন উপজেলা প্রশাসন।
এর পর দেশের বিভিন্ন এলাকা থেকে আসে ভ্রমণ পিপাসুরা। শালবনের মাঝে দৃষ্টিনন্দন সেতুটির নাম দেয়া হয় শেখ ফজিলাতুন্নেছা কাঠের সেতু। ঘটা করে আনুষ্ঠানিক ভাবে সেতুটি উদ্ভোধন করেন দিনাজপুর ৬আসনের এমপি মোঃ শিবলী সাদিক। আরো উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
দিনাজপুর সামাজিক বন বিভাগের বন কর্মকর্তা মোঃ আঃ রহমান, সেই সময়ের বিলকে নান্দনিক করে গড়ে তোলার পরিকল্পনা কারী নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান, চ‍্যানেল ২৪ এর বিরাম পুর প্রতিনিধি প্রভাষক এস এম আলমগীর, চরকাই ফরেষ্ট রেঞ্জের কর্মকর্তা নিশিকান্ত মালাকার, সহ এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।কাঠের সেতুর জনপ্রিয়তা যখন সামাজিক যোগাযোগ মাধ‍্যমে, স্থানীয় জাতীয় পত্র পত্রিকায় সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার। এর পরে পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ লাখ টাকা অবকাঠামো উন্নয়নে বরাদ্দ দেন।
সেই কাজের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন দিনাজপুর ৬ আসনের এমপি মোঃ শিবলী সাদিক। এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক মোঃ আতাউর রহমান বলেন বিলের কাঠের সেতু নির্মানে নবাবগঞ্জ উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন (এডিপির ) অর্থয়ানে কাঠের সেতু নির্মাণ করা হয়েছে।

Next Post Previous Post