গাইবান্ধায় গোবিন্দগঞ্জে নারী সহ-৩ জনের লাশ উদ্ধার
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে কয়েক ঘন্টা ব্যাবধানে নারী সহ-৩জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
অপরদিকে উপজেলার নাগের ভিটা গ্রামের আনিছুর রহমানের স্ত্রী তহমিনা বেগম (৩৫) গত শনিবার বিকালে বিষপানে গুরুতর অসুস্থ্য হলে প্রথমে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে পরে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল এ চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যুবরণ করেছে।
অপর দিকে শহরগছি কলেজের ভবন র্নিমান শ্রমিক আমিনুল ইসলাম (২৬) ভবনের ছাদ থেকে নীচে পরে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।নিহত শ্রমিক জয়পুর জেলার সুন্দপুর আমদই গ্রামের মহফেলের পুত্র।
পৃথক ৩জনের লাশ উদ্ধারের ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি)একেএম মেহেদী হাসান জানিয়েছেন ৩জনের মৃত্যু অপমৃত্যু বলে ধারনা করেছেন।