রাজাপুরে দুর্ভোগ লাগবে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে বেহাল সড়ক সংষ্কার

রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে জনদুর্ভোগ লাগবে রাজাপুর-বাদুরতলা বেহাল সড়কের বিভিন্ন স্থান সংস্কারের উদ্যোগ নিয়েছে মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন মো. মোস্তফা কামাল সিকদার। রোববার সকালে উপজেলার নাপিতবাড়ি এলাকার সড়ক সংষ্কারের মধ্য দিয়ে এ কাজ শুরু করা হয়। দীর্ঘদিন ধরে রাজাপুর থেকে বাদুরতলা সড়কটি বেহাল অবস্থায় পড়ে ছিলো এবং নাপিতবাড়ি এলাকার অবস্থা একেবারেই যান চলাচলের অনুপযোগী ছিল। এমনকি পায়ে হাটাও খুবই কষ্টস্বাধ্য ব্যাপার ছিল। সূত্র বলছে, ইউপি’র উদ্যোগ এবং রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান ও ইউএনও সোহাগ হাওলাদারের সার্বিকসহ সহযোগীতায় কাজ শুরু করা হয়েছে। মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মো.মোস্ফফা কামাল সিকদার নিজে উপস্থিত থেকে কাজের তদারকি করেন। তিনি জানান, জনদুর্ভোগ লাগবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দীর্ঘদিন ধরে একদমই যান চলাচলের অনুপযোগী ছিল। এ কারনে বালু ও খোয়া দিয়ে সংষ্কার করা হচ্ছে। পরবর্তীতে এলজিইডির মাধ্যেমে পুরো রাস্তাই সংষ্কার করা হবে।

Next Post Previous Post