দিনাজপুরের নবাবগঞ্জে করোনাকালীন সময়ে রাত্রে একই পরিবারের ৮টি গরু চুরি
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর) : দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আধারে প্রাচীর টপকিয়ে কৃষকের ৮টি বিভিন্ন জাতের গরু চুরি করে নিয়ে চম্পট । এ বিষয়ে কৃষক সাদিকুল ইসলাম হতবাক হয়ে পড়েছেন । সাদিকুল ইসলাম এর বাড়ীতে গত গভীর রাতে চোরেরা গরু চুরি করে নিয়ে গেছেন বর্তমান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরেও চুরি হওয়া গরু উদ্ধার ও সন্ধান পাওয়া যায়নি । বাধ্য হয়ে কৃষক গরুর মালিক মোঃ সাদিকুল ইসলাম নবাবগঞ্জ থানায় অভিযোগ দাখিল করেছেন । এ বিষয়ে নবাবগঞ্জ থানায় যোগাযোগ করা হলে অফিসার্স ইন্চার্জ (অসি) অশোক কুমার চৌহান জানান কিছুদিন আগে একই উপজেলার ডাংশের ঘাট গ্রাম থেকে লক্ষাধিক টাকা মূল্যের একটি গরু রাতের আধারে চুরি হয়ে যায় ্ওই রাতেই গরুর মালিক থানা পুলিশকে বিষয়টি অবগত করালে পার্শবর্তী রংপুর জেলার মিঠাপুকুর থানা থেকে চুরি যাওয়া গরু উদ্ধার করে গরুর মালিকের নিকট হস্ত্যান্তর করা হয়েছে । এই ঘটনায় নবাবগঞ্জ থানা ও মিঠাপুকুর থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে । এলাকাবাসী গরু চোর আটক ও চুরি হওয়া গরু উদ্ধারের জন্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে । এবিষয়ে ৭নং দাউদপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মোঃ সামসুল হক মন্ডল জানান হাসার পাড়া গ্রামের চুরি যাওয়া গরু উদ্ধার করার জন্যে থানায় অভিযোগ দেওয়া হয়েছে ।