প্রকৃতির সাথে যুদ্ধ নয় ,বন্ধুত্ব করলে মানবতার বিজয় হবে : রেজাউল করিম রিয়াদ
নিজস্ব প্রতিবেদক বগুড়া : বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিয়াদ বলেন, প্রকৃতির সাথে যুদ্ধ নয়, বন্ধুত্ব করলে মানবতার বিজয় হবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত বসত বাড়ির আশাপাশে,পতিত জমি, রাস্তার দু পাশে, পুকুর পাড় ও ঈদ গা মাঠে বৃক্ষরোপন করা। এতে করে পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে এবং আমরা বিশুদ্ধ অক্্িরজেন পাব। এছাড়াও প্রাকৃতিক দুযোর্গ মোকাবেলায় বৃক্ষ গুরুত¦পূর্ন ভূমিকা পালন করে। মানুষের সাথে মানুষের বন্ধুত্ব স্বার্থের ব্যাঘাত ঘটলে বন্ধন ভেঙে যেতে পারে কিন্তু গাছপালা ও প্রকৃতির সাথে বন্ধুত্ব করলে তা আজীব থেকে যাবে। বুধবার বিকেলে শহরের শাখারিয়া নামাবালায় বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বগুড়া শাখার সদস্য ও শহর শাখা উত্তরের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সোহানুল ইসলাম সোহানের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ফয়সাল রহমান রাব্বি, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফুল হাসান সোহাগ, ইসতিয়াক আহমেদ সোহান, মিজানুর রহমান মিজান,সুমন প্রাং, রিপন, রনি শেখ, সোহানুর হাসান সনি, নাজিয় আহমেদ শাহর, নয়ন ,প্লাবনসহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।