নন্দীগ্রামে অসামাজিক কাজে বাধা দেয়ায় জামাইকে মারপিট
জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে অসামাজিক কাজে বাধা দেয়ায় জামাইকে মারপিট করার ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলার গুন্দইল গ্রামের বিমল চন্দ্রের স্ত্রী চায়না রাণী বাড়িতে অসামাজিক কাজ চালায়। ১৭ জুলাই সকালে অসামাজিক কাজের প্রতিবাদ করে জামাই বিকাশ চন্দ্র। এতে স্ত্রী-শাশুড়ি ও খদ্দের ক্ষীপ্ত হয়ে জামাই বিকাশ চন্দ্রকে রড দিয়ে বেদম মারপিট করে। মারপিট ঘটনায় সে রক্তাক্ত হয়। স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে চায়না রাণী (৪২) ও খদ্দের আয়নাল হোসেন (৪৫) কে আটক করে পুলিশকে খবর দেয়। এরপর থানার এসআই তৌহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। স্থানীয়রা বলেছে, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চলছে। আর জামাই বিকাশ চন্দ্রকে মাঝেমধ্যেই মারপিট করে।