বগুড়ার বারপুরে জুয়ার আসর তছনছ করে দিলো পুলিশ

শাফায়াত সজল, বগুড়া জেলা প্রতিনিধি : শুক্রবার বগুড়ার অনলাইন নিউজ পোর্টাল “গাবতলী সংবাদ”, ও “৭১ ভিশন” – এ
“বগুড়ার বারপুরের ৩টি স্পটে জুয়ার জমজমাট আসর” শীর্ষক সংবাদ প্রকাশের পর জুয়ার স্পটে অভিযান চালিয়ে তছনছ করে দিয়েছে পুলিশ।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর এর নির্দেশে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু খান এর নেতৃত্বে এসআই আব্দুর রহিম, এএসআই জাহিদুল ইসলাম জাহিদ সহ একদল পুলিশ জুয়ার ৩টি স্পটেই অভিযান চালিয়ে জুয়ার আসর তছনছ করে দেয়। এসময় জুয়াড়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশের উপস্থিতিতেই এলাকাবাসী আগুন দিয়ে জুয়া খেলার যাবতীয় সরঞ্জামাদি পুড়িয়ে দেয়।
পুলিশের এই অভিযানে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, ” এইসব জুয়ার আসর প্রায় প্রতিদিনই বসে। এলাকার গুটিকয়েক বিপথগামী লোকেরা এই জুয়ার আসর বসিয়ে থাকে। তাদের বারণ করলে আমাদেরই হুমকি দেওয়া হয়। আমরা সন্তানদের নিয়ে জুয়ার আশেপাশে রাস্তা দিয়ে যেতে পারিনা। আমার সন্তান দেখলে আমাকে প্রশ্ন করে, অইখানে কি হচ্ছে আব্বু ?? আমি কোন উত্তর দিতে পারিনা, এই হলো আমাদের অবস্থা”।
নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের এক নেতা জানান, পুলিশের অভিযানের পাশাপাশি আমাদের  সচেতন হতে হবে। জুয়ার কুপ্রভাব সকলকে বুঝাতে হবে। জুয়াড়ীদের চিহ্নিত করতে হবে। প্রয়োজনে আলোচনা সাপেক্ষে সামাজিক অবক্ষয় রোধে একটি টিম গঠন করে ব্যবস্থা করা যেতে পারে”।
এব্যাপারে বারপুর কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব আলহাজ্ব সিদ্দিক আমীন এর কাছে জুয়ার ব্যাপারে ইসলাম কি বলে জানতে চাইলে তিনি জানান, জুয়া ইসলামে সম্পুর্ন  হারাম। এছাড়া মাদক ও সুদকেও হারাম করা হয়েছে। জুয়া খেলা হলো কবীরা গুনাহ। যা আল্লাহর কাছে তওবা না করলে মাফ পাবার সম্ভবনা খুব কম।
পুলিশের এই অভিযানকে সাধুবাদ জনিয়েছে সাধারন জনগন। তারা মনে করেন পুলিশের অভিযানে অপরাধ অনেকটা কমিয়ে আনা সম্ভব। এসময় নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
Next Post Previous Post