বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বৃক্ষরোপন
আকাশ স্টাফ রিপোর্টার : রবিবার দুপুরে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে ও বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করেন লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল হান্নান রিপু। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, মাহমুদ পিয়াস সহ অন্যান্য নেতৃবৃন্দ। তিনি রায়মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের পাশে পাকা রাস্তা সংলগ্ন ফাঁকা জায়গায় একটি কাঠের গাছ রোপন করেন। এ সময় তিনি বলেন, কমপক্ষে তিনটি করে ফলজ, কাঠ ও ঔষধী গাছ রোপণ করতে হবে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের তিনি এ গাছগুলো রোপন করার আহ্বান জানান। যাতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, গাছ বিক্রি করে অর্থও পাওয়া যাবে ।