করোনা উপসর্গে না ফেরার দেশে চলে গেলেন বগুড়া-৫ আসনের সাবেক এমপি এ্যাডঃ শাহজাহান আলী তালুকদার!

এস আই সুমন,স্টাফ রিপোর্টার : বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট শাহজাহান আলী তালুকদার (৬৫) আর নেই। করোনায় আক্রান্ত হয়ে রবিবার (২৮জুন) বেলা ১২ টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নাল্লিলাহে..রাজেউন)। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার অবস্থার অবনতি হলে কয়েকদিন পুর্বে তাকে ঢাকায় সিএমএইচসে স্থানাস্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। শাহজাহান আলী তালুকদার জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি ছিলেন। তিনি ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি আইনপেশায় নিয়োজিত হন। বগুড়ার বারের অন্যতম সদস্য এ্যাডভোকেট শাহজাহান আলী তালুকদারের মৃত্যুতে বগুড়া বার এসোসিয়েশন এর সভাপতি/সাধারন সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

Next Post Previous Post