বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত
জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় বিটল চন্দ্র (৩৮) নামক ১ যুবক নিহত হয়েছে। ৩০ জুন বিকেল আনুমানিক ৫ টায় নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজ সংলগ্ন বগুড়া-নাটোর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। জানা গেছে, সিংড়া উপজেলার ১০ নং চৌগ্রাম ইউনিয়নের নিমাইকদমা গ্রামের জতিন্দ্রনাথের ছেলে বিটল চন্দ্র শেরপুর থেকে তার পরিবার নিয়ে সিএনজি যোগে বাড়ি ফেরার সময় উল্লেখিত স্থানে পিছন থেকে একটি ট্রাক বিটল চন্দ্রের মাথায় বেজে ছিটকে পড়ে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনার স্থলেই তার মৃত্যু হয়। পরে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছে, বিটল চন্দ্র সিএনজিতে অসতর্কভাবে বসে ছিল। এ কারণে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে।