ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে ব্যাপক ক্ষতি, পানিবন্দী, আশ্রয় কেন্দ্র ছাড়েছে মানুষ

রহিম রেজা, ঝালকাঠি থেকে : ঘুর্ণিঝড় আমফানের আঘাতেব উপকূলীয় জেলা ঝালকাঠিতে কাচাঘরবাড়ি গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নিচু নদী তীরের এলাকা প্লাবিত হয়েছে এবং নিচু এলাকার মানুষ পানি বন্ধী হয়ে পড়েছে। বুধবার রাতে কয়েক ঘণ্টাব্যাপি ঝড়ো তান্ডব চালায় ঘুর্ণিঝড় আমফান। এতে জেলার বিষখালি ও সুগন্ধা নদী তীরের নিচু এলাকায় গাছপালা, কাচাঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এছাড়া ঘেরে মাছ, সবজি ও ধান এবং কয়েক স্থানের বেরিবাধ ও রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক এলাকা তলিয়ে মানুষ পানিবন্ধী হয়ে থাকতে দেখা গেছে। এসব এলাকায় প্রশাসন পক্ষ থেকে এখনও কাউকে দেখা হয়নি। তবে প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনে কাজ শুরু করেছে বলে জানা গেছে। নতীর পানি ভোররাত থেকে কিছুটা কমলেও সাড়ে ১০ টার দিকে তা আবার বাড়তে শুরু করেছে। বুধবার বিকেল থেকে বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন ও খুটি ক্ষতিগ্রস্থ হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ইন্টারনেট ও মোবাইলে ফোনের নেটওয়ার্কও বন্ধ রয়েছে। তবে এখনও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url