শিবগঞ্জে শীলাবৃষ্টি ও ঝড় বয়ে যাওয়ায় কৃষকের ব্যাপক ক্ষতি
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : গত মঙ্গলবার রাতে ঝড়ো হাওয়া সহ শীলা বৃষ্টি হওয়ায় কৃষকের ব্যাপক ক্ষতি, ঝড়ের প্রকটে গাছা পালা ভেঙ্গে পড়ে বসত বাড়ী ভেঙ্গে পরেছে।
জানা যায়, গত মঙ্গলবার রাতে হঠাৎ ঝড় বয়ে যাওয়ার এবং শীলা বৃষ্টি হওয়ায় শিবগঞ্জ উপজেলার বিহার, শিবগঞ্জ পৌরসভার সহ ১২টি ইউনিয়নের কৃষকদের ফসলের ও বসত বাড়ীর ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। শীলা বৃষ্টির কারণে এ উপজেলার কৃষকদের ধান ঝড়ে পানিতে পড়েছে। যার কারণে কৃষক এখন বর্তমানে দিশেহারা । আর মাত্র ৩/৪ দিনের মধ্যে কৃষক তার রোপনকৃত পাকা ধানগুলি বাড়িতে তুলতো কিন্তু হঠাৎ ঝড়ো হাওয়া শীলা বৃষ্টির ফলে কৃষকের স্বপ্ন নষ্ট হয়ে যায়। ধামাহার গ্রামের কৃষক জাকিরু ইসলাম জাকিল জানান, সে এবছর বেশ কিছু জমিতে ধান রোপন করেছেন কিন্তু শীলা-বৃষ্টি হওয়ায় তার ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। একই গ্রামের নজরুল ইসলাম জানান, ৩/৪ দিনের পরে তার জমির ধান কেটে বাড়িতে তুলতে পারতো কিন্তু শীলা বৃষ্টি ও ঝড়ের কারণে জমির ধান জমিতেই পরে রয়েছে। কৃষক খয়বর আলী জানান, ধানের শীষে ধান নেই শুধু ধানের গাছ রয়েছে। বৃষ্টির সাথে শীল পড়ায় ধানগুলি ঝড় পরেছে। কৃষক আকিফুল ইসলাম জানান, তার বর্গা নেওয়া জমিতে সে ধান চাষ করেছেন, কিন্তু শীলা বৃষ্টি ও ঝড়ের কারণে তার ধান জমিতে পড়ে গেছে। প্রত্যেকটি ধানের শীষে ধান নেই শুধু ধানের গাছ রয়েছে। এদিকে পৌর এলাকার ভূরঘাটা গ্রামের কৃষক মঞ্জু মিয়া বলেন, গতকাল রাতে ঝড়ের সময় একটি লম্বু গাছ ভেঙ্গে তার বাড়ির উপরে পরে। তার বাড়ির উপরে গাছ পড়ার কারণে তার বাড়ি ঘর ভেঙ্গে যায়। এতে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। একই গ্রামের কৃষক আবু সাইদ বলেন, সে বর্গা নিয়ে কলা চাষ করেছেন কিন্তু ঝড় বৃষ্টিতে তার কলা গাছগুলি পরে তার ব্যপক ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এছাড়াও শিবগঞ্জ উপজেলার শব্দলদিঘী বালিকা দাখিল মাদ্রাসা টিনের ছাউনী উড়িয়ে নিয়ে গেছে এবং শীল পরে টিনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে বলে জানা যায়। এরিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় বিদ্যুত বিচ্ছিন্ন ছিল।