মি নজরুল

তুলি আলম :
জাহান মাঝে
প্রাতে ও সাঁঝে
সকল প্রাণে
উদার মনে
ফুটালে ওগো ফুল
তুমি যে নজরুল ।
**
ছিলে দুরন্ত,
ভবে অনন্ত
কাব্যে ও গানে
মনুষ্য ধ্যাণে
ছিলে তুমি ব্যাকুল
তুমি যে নজরুল ।
**
কত যে মনে
ক্ষণে ও ক্ষণে
জ্বেলেছো বাতি
দিবস রাতি
গড়েছো প্রেমকূল
তুমি যে নজরুল ।
**
গুনান্বিত গুণে
কাব্যে ও গানে
শুনে সে গীতি
বাড়ে যে প্রীতি
গড়েছো ভাঙা কূল
তুমি যে নজরুল ।
***
অন্যায় তরে
উৎসর্গ করে
শ্রেষ্ঠ জীবন
করে বিলীন
ভাবোনি তুমি ভুল
তুমি যে নজরূল
**
কত বঞ্চিত
হয়ে লাঞ্ছিত
সুখে ও দুখে
গিয়েছো রুখে
ভেঙেছো শত্রুকূল
তুমি যে নজরুল ।
**
তুমি অশনি
ছিলে দিনমনি
তুমি অভীক
ছিলে নির্ভীক
তুমি অশেষ অতুল
তুমি যে নজরুল ।
**
ছিলে বিদ্রোহী
জ্ঞান আরোহী
করে সমর
হয়ে অমর
আছো হৃদয়ে
তুমি ঘুমিয়ে
তোমাতে গো আকুল
তুমি যে নজরুল ।
**
তুমি জাগরণে
গাই গানে গানে
এখানো ডাকি
ভাসিয়ে আঁখি
ভরেছি হৃদ দুকূল
তুমি যে নজরুল ।
**
হে তোমার প্রয়াণে
ঝরে জল নয়ানে
এখনও রই আকুল
তুমি তাই নজরুল ।

Next Post Previous Post