মাদারীপুর জেলা ছাত্রলীগের বায়েজিদ হাওলাদার এর ঈদ সামগ্রী বিতরণ

নাবিলা ওয়ালিজা মাদারীপুর : মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার’র নিজস্ব অর্থায়নে ও ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় দুঃস্থ ও গরীব ২’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারের পিতা মোঃ সোহরাব হাওলাদার।
আজ শনিবার সকাল ১১টায় শহরের মহিষেরচর চৌরাস্তা এলাকায় তার নিজ বাড়ির সামনে থেকে এ সামগ্রী বিতরণ করা হয় । জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার’র পিতা মোঃ সোহরাব হোসেন হাওলাদার এ কার্যক্রমের উদ্বোধন কালে বলেন। আমার ছেলে বায়েজিদ হাওলাদার যেই উদ্যোগ গ্রহণ করেছে এভাবে প্রতিটি ঘরের সন্তান করোনা যুদ্ধে অংশগ্রহণ করলে আমরা এই করেনা যুদ্ধ সফল হবোই ইনশাআল্লাহ। বায়েজিদের প্রতি আমার অনুপ্রেরণা আজ এ পর্যন্ত এনেছে তিনি উচ্চবিত্তদের গরীব অসহায় ঘরবন্দী খেটে খাওয়া মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান ও জেলা ছাত্রলীগের সাফল্য কামনা করেন।

ঈদ সামগ্রীর মধ্যে মধ্যে ছিল সাদা ভাতের চাল, পোলার চাল, ডাল, দুধ, চিনি ও দুই প্যাকেট সেমাই। করোনার প্রাদুর্ভাব ও আসন্ন ঈদকে সামনে রেখে এ খাদ্য সামগ্রী পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।

এসময় অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল ভুঁইয়া, মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদ হোসেন অনিক, সরকারি নাজিমউদ্দিন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাওলদার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তাওহিদুল ইসলাম লিংকনসহ সদর উপজেলা, পৌর ছাত্রলীগ ও সরকারি নাজিমউদ্দিন কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ছাত্রলীগ নেতা বায়েজিদ হাওলাদার তার নিজস্ব অর্থায়নে ধারাবাহিকভাবে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, ইফতার বিতরণ সহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রেখেছে।

করোনার প্রাদুর্ভাব কাটিয়ে না ওঠা পর্যন্ত এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বায়েজিদ হাওলাদার।

Next Post Previous Post