প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পিকনিকের ৫০হাজার টাকা জমা দিলেন শিবগঞ্জে ১১৭জন গ্রামপু‌লিশ

রশিদুর রহমান রানা শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপ‌জেলার ১২ইউ‌নিয়নের ১১৭জন গ্রাম পু‌লিশের বি‌নোদ‌নের জন্য সরকা‌রের দেওয়া পিক‌নি‌কের ৫০হাজার টাকা তারা পিকনিক না ক‌রে মরনঘা‌তি করোনা ভাইরাস মোকাবেলায় সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে জমা দিয়ে দে‌শে দৃষ্টান্ত স্থাপন কর‌লেন।
আজ মঙ্গলবার (১৯ মে)  দুপু‌রে শিবগঞ্জ উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার জনাব মোঃ আলমগীর ক‌বি‌রের মাধ্য‌মে উক্ত টাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে জমা দেওয়া হ‌য়।
উপ‌জেলা গ্রামপু‌লিশ সংগঠ‌নের সভাপ‌তি আটমুল ইউ‌নিয়‌নের দফাদার মোঃ মাছুদ  ও সে‌ক্রেটারী বিহার ইউ‌নিয়‌নের দফাদার মোঃ আফজাল হো‌সেন উক্ত টাকা নির্বা‌হি অ‌ফিসা‌রের নিকট আনুষ্টা‌নিক হস্তান্তর ক‌রেন। অন্য‌দের ম‌ধ্যে  উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা ভাইচ চেয়ারম্যান মোঃ রিজ্জাকুল উসলাম রাজু, কিচক ইউ‌পি চেয়ারম্যান উপ‌জেলা চেয়ারম্যান এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি বি‌শিষ্ট শিল্পপ‌তি এ‌বিএম নাজমুল কা‌দির শাহজাহান চৌধুরী, বিহার ইউ‌পি চেয়ারম্যান মোঃ ম‌হিদুল ইসলাম, দেউ‌লি ইউ‌পি চেয়ারম্যান আব্দুল হাই প্রধানসহ প্রমুখ।
এসময় সকল গ্রামপু‌লিশ পুরুষ ও ম‌হিলাগন উপ‌স্থিত ছি‌লেন।
Next Post Previous Post