জাফলংয়ে সেবা ফাউন্ডেশন’র ঈদ উপহার বিতরণ শুরু: পাবে পাঁচশতাধিক অসহায় পরিবার
রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি :-সেবাই হোক মানুষের ধর্ম, সেবা ফাউন্ডেশন নামটি ছোট হলেও মানবতার সেবায় কাজ করছে বড় বড়। গেল কয়েক বছর ধরে হাটি হাটি পা পা করে এই সামাজিক সংগঠনটির জন্ম হলেও, নাম যেমন কাজও তেমন। গত কয়েক বছর ধরে অসহায় মানুষের বিভিন্ন সেবাই নিয়জিত রয়েছে এই সেবা ফাউন্ডেশন। ঈদকে সামনে রেখে এবারও রয়েছে সেবা ফাউন্ডেশনের ব্যতিক্রম ঈদ উপহার। সেবা ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এবারও শুরু করেছে “ঈদ উৎসব। চাউল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী পাবে পাঁচশতাধিক অসহায় পরিবার। জাফলংয়ের অন্যতম সামাজিক সংগঠন” সেবা ফাউন্ডেশন দেশের বর্তমান দুর্যোগময় মুহুর্তে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র পাঁচশত পরিবারকে খাদ্য সামগ্রী (ঈদ উপহার) দেওয়া হবে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে মুসলিম নগর প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম ধাপে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ এর মাধ্যমে সেবা ফাউন্ডেশন কতৃক আয়োজিত “ঈদ উৎসব” এর উদ্বোধন করেন গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র এএসপি নজরুল ইসলাম ও গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ। এসময় আরোও উপস্থিত ছিলেন, তোয়াকুল কলেজের অধ্যক্ষ ও সেবা ফাউন্ডেশন এর উপদেষ্টা লোকমান হোসেন সিকদারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়, গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য রফিক সরকার, বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘের সহ-সভাপতি জালাল মিয়া, মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক লিটু আনাম লিটন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আলামিন, নাদিম মাহমুদ, জাহাঙ্গীর আলমসহ সেবা ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ।