আগৈলঝাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করায় স্বামী গ্রেফতার
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করেছে পাষন্ড স্বামী। স্থানীয়রা আহত স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ব্যাপারে থানায় যৌতুক, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার অভিযুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও স্বামী রুহুল স্ত্রী পলির অজান্তে এলাকার কাউকে না জানিয়ে গোপনে একই ইউনিয়নের ছয়গ্রাম এলাকার শাহ আলম সরদারের মেয়ে শারমিন আক্তারকে দ্বিতীয় বিয়ে করেছে বলে জানা গেছে।
আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন জানান, এ ব্যাপারে আসামী রুহুল আমিন সন্যামতের বিরুদ্ধে থানায় একটি যৌতুক, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামীকে গ্রেফতার পূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে।