বগুড়ার গাবতলীর পীরগাছা সাবেকপাড়ায় খাদ্য গুদামে ১৫ টন চালসহ ব্যবসায়ী গ্রেফতার
এস আই সুমন,স্টাফ রিপোর্টার : বগুড়ার গাবতলীর পীরগাছার সাবেকপাড়া খাদ্য গুদামে ১৫ টন চালসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় খাদ্য গুদাম কর্মকর্তা এবং দারোয়ান আটক রয়েছে। গ্রেফতারকৃত ব্যবসায়ী ধুনট উপজেলার তারাকান্দি গ্রামের আজাহার আলীর ছেলে আমজাদ হোসেন ওরফে শাহেনশাহ। থানায় আটকে রাখা হয়েছে গাবতলী উপজেলার পীরগাছা সাবেকপাড়া খাদ্য গুদাম কর্মকর্তা গাজী মোঃ শফিকুল ইসলাম ও দারোয়ান ছাদেকুল ইসলামকে। শুক্রবার সরকারি ছুটির দিনে সাবেকপাড়া সরকারি খাদ্যগুদাম সংলগ্ন রাস্তায় ট্রাকে চাল লোড করা হচ্ছিল। ট্রাক গুদামের ভিতরে না ঢুকিয়ে বাহিরে রেখে গুদাম থেকে চাল লোড করার বিষয়টি স্থানীয় লোকজন সন্দেহের চোখে দেখে। তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ সেখানে গিয়ে ট্রাকসহ চাল জব্দ করেন। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার(গাবতলী সার্কেল) মোছাঃ সাবিনা ইয়াছমিন। গাবতলী থানার অফিসার ইনচার্জ) ওসি) মোঃ নুরুজ্জামান জানান, আজ শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী উপজেলার সাবেকপাড়া খাদ্য গুদাম থেকে ১৫ টন চাল ট্রাকে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় হাতে নাতে ধরা হয় আমজাদ হোসেন ওরফে শাহেনশাহ কে। চালসহ তাকে থানায় আনা হয়। ওই চাল এর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সঠিক উত্তর না দিতে পারায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই ঘটনায় সাবেকপাড়া খাদ্য গুদামের কর্মকর্তা গাজী মোঃ শফিকুল ইসলাম ও গুদামের দারোয়ান ছাদেকুল ইসলামকে থানায় রাখা হয়েছে। গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা হারুনার রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে খাদ্য গুদাম কর্মকর্তা ও দারোয়ান জড়িত থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, ঘটনার পরেই খাদ্য গুদাম সিলগালা করা হয়েছে।