বাগমারায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে যুবক নিহত,আহত ২

নাজিম হাসান,রাজশাহী থেকে : রাজশাহীর বাগমারা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছেন সাথে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান বলে জানা গেছে। নিহত যুবক জেলার মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের আয়ুব আলীর ছেলে আব্দুল রাশেদ (২৫)। তবে তার সাথে থাকা আহতদের পরিচয় জানা যায়নি।এলাকাবাসি জানায়,ঈদের দিন সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বাগমারার মসমইল অনিল কুমার সরকারের মোড় নামক স্থানে কেশরহাটের দিক থেকে ছেড়ে আশা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে রাশেদ ঘটনাস্থলেই নিহত হন। এসময় মোটরসাইকেলে থাকা আরো দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। এবিষয়ে বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ১৫০ সিসির সুযুকি ভিকচার মোটরসাইকেল যোগে তিনজন মচমইল থেকে ভবানীগঞ্জ রাস্তায় যাচ্ছিল। শুভডাঙ্গা ইউনিয়নের দৌলতপুর অনিল কুমার সরকারের মোড় নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বের গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই মোটরসাইকেলের চালক যুবক নিহত হন। এবং দুইজন আরোহী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাতালে পাঠানো হয়। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

Next Post Previous Post