শিবগঞ্জ কিচকে গোয়াল ঘরে আগুন ধরে গোবাদি পশুসহ সবকিছু পুড়ে ছাঁই, ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
খলিলুর রহমান আকন্দ : বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক শোলাগাড়ি গ্রামে গত রাতে কৃষকের গোয়াল ঘরে আগুন ধরে গোবাদি পশুসহ বসতবাড়ির জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে।
গ্রামবাসি প্রত্যক্ষর্দশীরা জানায়, গত রাত সাড়ে ১২টার দিকে ওই গ্রামের মৃত মোকছেদ আলী ছেলে কৃষক এনামুল হকের গোয়াল ঘরে হঠাৎ আগুন দাউদাউ করে জ্বলে উঠে। পরে গ্রামবাসিদের সহায়তায় আগুন নিভানোর জোর চেষ্ঠা চলে কিন্ত আগুনের লেলিহান শিখা মুহর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পরে। এতে এনামুল ও তার ভাই নজরুল ইসলামের বসতবাড়ির জিনিসপত্র পুড়ে ছাই হয়, মারা যায় এনামুলের গোবাদি পশু।
কৃষক এনামুল হক জানান, মশার কারনে গরুর ঘরে সন্ধ্যারাতে মশারি খাটানো হয় এবং ঘরের এক কোনে কয়েল জ্বালিয়ে দেন। তার ধারনা ওই কয়েলের আগুন মশারিতে ধরে পরে পুরোবাড়িতে আগুন ছেয়ে যায়। এতে তাদের দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান।