মেঠোপথ
ছয়ফুল আলম পারুল :
কোনো কোনো পথ দেখে মনে হয়,
যেন কত আপনার,
পথের দু’পাশে সবুজের সারি
এ যেন আমারই দ্বার,,,
যেন এই পথে বহু বহু বার
হেঁটে, হেসে, খেলে গেছি,
আবার কখনো ঝরা পাতাগুলো
কোঁচড়েতে জমিয়েছি,,,
বড় আপনার, বড় প্রিয়জন,
এই পথ হয়ে থাকে,
যতই না কেন সামনে এগিয়ে
চলে যাই আঁকে বাঁকে,,,
শিমুল, সেগুন, পাকুড়ের ঝোঁপে
তাকিয়ে সবুজ মনে,
অজানা, অচেনা শোকের কান্না
নাড়া দেয় ক্ষনে ক্ষনে,,,
মনে হয় যদি ছেড়ে চলে যাই
এই বন, এই পথ,
না-ই যদি আর কোনোদিন ফিরে
আসে এ জীবনরথ,,,,,,,
ভারী হয়ে ওঠে চোখের দৃষ্টি
বুকে ঝড় শনশন
অনুভূত হয় পথের হৃদয়ে
খোয়া গেছে এই মন,,,,।