বাগমারায় অগ্নিকান্ডে ৩ বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই!
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিকান্ডে তিনটি বাড়ী সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের একডালা গ্রামের ইসমাইল হোসেন,আঃ রশিদ ও শফিকুল ইসলামের বাড়ীতে। রবিবার (২২ মার্চ) দুপুর বেলা ১২ টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন বাগমারার শিকদারী ফায়ার সার্ভিস ইউনিট। কিন্তু ফায়ার সার্ভিস আসার পূর্বেই বসতঘরের সর্বস্ব পুড়ে যায়। দীর্ঘ ৪৫ মিনিটের মতো সময়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ ১০ লক্ষাধিক টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়। ফায়ার সার্ভিস সুত্রে যানা যায়,রান্না করার চুলার আগুন থেকে প্রথমে গরুর গোয়াল ঘরে অগ্নিকান্ডের সুত্রপাত হয় ও পরিবর্তিতে আগুন বসত-বাড়িতে ছড়িয়ে পরে। এ সময় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের ঘটনায় তিনটি গরু ভস্বিভূত হয় এবং ১টা গরু মারা যায়। এছাড়াও,ঘরের সকল আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। অগ্নিকান্ডের ঘটনার পর তাৎক্ষণিক খবরে রাজশাহী-৪ বাগমারা আসনের সাংসদ ইঞ্জিঃ এনামুল হক তাঁর প্রেস সচিব জিল্লুর রহমানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবার কে নগদ ২০হাজার টাকা প্রদান করেন সেই সাথে সরকারের পক্ষ থেকে নতুন বাড়ি নির্মাণের আশ্বাস দেন। নতুন বাড়ি নির্মাণের আশ্বাস পেয়ে ক্ষতিগ্রস্ত ইসমাইল প্রামানিক বলেন,আমার সব কিছু শেষ হয়ে গেছে তবে এমপি সাহেবের আশ্বাস পেয়ে কিছুটা স্বস্তি পাচ্ছি। এছাড়াও অগ্নিকান্ডের স্থান পরিদর্শন করেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রামানিক,ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার,গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক বকুল খরাদী,ইবি ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান সেন্টু।