গোদাগাড়ীতে চর থেকে এক যুবকের লাশ উদ্ধার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের দেওয়ানপাড়া পদ্মার চর থেকে রফিকুল ইসলাম (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ মার্চ) সকালে খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। নিহত রফিকুল চাঁপাইনবাবগঞ্জ জেলার আলাতুলি ইউনিয়নের পোলাডাংগা গাইনাপাড়া কোদালকাটি গ্রামের বাসিন্দা ফজলুর রহমান মৌলবির ছেলে। এ তথ্য নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, রবিবার ভোরে মাটিকাটা ইউনিয়নের দেওয়ানপাড়া সিডির মোড় গ্রামে পদ্মার চরে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রিপোর্ট হাতে পেলে ওই যুবকের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url