রাজশাহীতে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ওসিদের নির্দেশ

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে রাজশাহীর বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিদের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক এক সভায় তিনি এই নির্দেশ দেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ এর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর এসপি মো. শহিদুল্লাহ। তিনি বিদেশ ফেরত নাগরিকদের কোয়ারেন্টাইন যথাযথভাবে মেনে চলার আহবান জানান। বিষয়টি নিশ্চিত করতে তিনি থানার ওসিদের নির্দেশ দেন। কোনো রকম গুজব যেন ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে সতর্ক থেকে ওসিদের নিজ নিজ এলাকায় প্রচারণা চালাতে বলেন এসপি মো. শহিদুল্লাহ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডা. আব্দুল মতিন, রাজশাহী পুলিশ হাসপাতালের তত্বাবধায়ক ডা. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, অতিরিক্ত মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, কামরুন নাহার ও ইফতেখায়ের আলম।

Next Post Previous Post