রাজশাহীতে বেশি দামে চাল বিক্রির অভিযোগে জরিমানা আদায়

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : করোনাভাইরাস আতঙ্ককে পুঁজি করে বেশি দামে চাল বিক্রির অভিযোগে রাজশাহীর শাহমখদুম রাইস এজেন্সীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজশাহীতে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় করোনাভাইরাস মোকাবেলায় সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়। সকালে রাজশাহী মহানগরীর সাহেব বাজারে অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় খুচরা চাল বিক্রেতারা অভিযোগ করেন, পাইকারি বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম কুমারপাড়া এলাকায় পাইকারী চালের বাজারে অভিযান চালান। পরে পর্যাপ্ত মজুদ থাকা সত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের দাম বাড়ানোর অভিযোগে শাহ মখদুম রাইস এজেন্সীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও ওই এলাকার বিভিন্ন আড়ত ও খুচরা বাজারে গিয়ে করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে যেন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম না বাড়ানো হয় সে ব্যপারেও সতর্ক করে রাজশাহী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনাকালে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম জানান, করোনাভাইরাসের আতঙ্ককে পুঁজি করে কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি না করতে পারে। মজুত থাকার পরও নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম না বাড়াতে পারে সেজন্য জেলা প্রশাসন আজ থেকে মাঠে থাকবে। নিয়মিত বাজার মনিটরিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত নিয়ে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

Next Post Previous Post