সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে করোনা প্রতিরোধক উপাদান বিতরণ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বর্তমান সময়ের বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতার জন্য তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপির পক্ষে হেক্সিসল, স্যাভলন সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপি সরিষাবাড়ী পৌরসভার শিমলাবাজার, বাসস্ট্যাণ্ড ও ইস্পাহানি এলাকায় তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল এসব উপাদান বিতরণ করেন। এসময় স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।