শিবগঞ্জে পল্লীবন্ধু এরশাদের জন্মবার্ষিকী ও করনো হতে মুক্তির জন্য দোয়া ও আলোচনা সভা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৯১তম জন্মবার্ষিকী ও করোনা ভাইরাস হতে মুক্তিতে কোরআন খানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলা উপজেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, উপজেলা যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরিফ সঞ্চয়, সদস্য সচিব শেখ ফজলুল বারী, জাতীয় পার্টি নেতা নজরুল ইসলাম বাসু, পৌর যুব সংহতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর ছাত্র সমাজের সভাপতি দীপ্ত কুমার রনো প্রমূখ। পরে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করা হয়।