জে,ডে,সির মত ইবতেদায়ী বৃত্তিতে উপজেলায় শীর্ষে মহাস্থান মাদ্রাসা
মইনুল ইসলাম সরকার রকেট মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য ইবতেদায়ী ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষা ২০১৯ এর ফলাফলে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান শাহ সুলতান বলখী (রঃ) সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ৩১ ট্যালেন্টপুলের মধ্যে ২৩ এবং সাধারন গ্রেডে ৬২টি বৃত্তির মধ্যে ১৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে জে,ডে,সি পরীক্ষার মত ইবতেদায়ীতেও উপজেলায় শীর্ষ অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠান ওয়ারী বৃত্তির তালিকাঃ-মহাস্থান শাহ সুলতান বলখী (রঃ) আলিম মাদ্রাসা থেকে ট্যালেন্টপুলে তৌফিকুল ইসলাম, ঈসা রুহুলুল্লাহ, সিয়াম আহম্মেদ স্বাধীন, বেলাল হোসেন, মফিদুল ইসলাম, রিয়াজুল সরদার, এস,এম সিহাব মুন্না, রিফাআত গাজী, তাহমীদ ইসলাম রাফি, হোসাইন সরকার আপন, আজিজুল হাকীম ,নোমান ইসলাম, ইউসুফ আলী, মোস্তাহীদ রাফি, আবু তালহা, আনিকা তাহসীন , সাদিয়া ইবনাত সিফা ,উম্মে তামীমা, ওয়াসীমা তাসনীম, সায়মা সুলতানা, মাহবুবা খাতুন, নাফসি খাতুন, রুপা আকতার সাধারন গ্রেডে আবু জার গেফারী, আব্দুল আহাদ মোত্তাকী, আলী হোসাইন জিসান, আশরাফুল ইসলাম, আরাফাত আলী,আরিফ ইসলাম শাহরিয়ার, মাহমুদুল হাসান, নাহিন মুনকার,তাওহীদ ইসলাম,নাইম ইসলাম নিশাত, তমা আকতার, সুমাইয়া খাতুন, অনিমা, আফরীন আকতার, নিগার সুলতানা জুই, উম্মে কুলসুম (ঈশা), মাহিশা রওশন মৃধা, মোস্তাকিমা খাতুন, সৈয়দপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ট্যালেন্টপুলে আব্দুল হাকীম, সুরাইয়া আকতার, সাধারন গ্রেডে আবু জিহাদ, আয়েশা সিদ্দিকা, ফাতেমা আকতার, হাসনা বানু, তাহছিন আকতার দিনা, অভিরামপুর ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ট্যালেন্টপুলে সামিরা তাছনীম, মায়িশা খাতুন, রিজিয়া পারভীন, সাধারন গ্রেডে মাকছুদুর রহমান, ইমাম হাসান, মোমিন মুসা, মিজানুর রহমান,আবু ইউসুফ, দেউলী সিনিয়র আলিম মাদ্রাসা থেকে সাধারন গ্রেডে ইসরাফিল ইসলাম, মাধুর্য তৌহিদ, রশীদ আবিদ জাকি, মুসা আহম্মেদ, ভবানীপুর দাখিল মাদ্রাসার ট্যালেন্টপুলে আয়েশা সিদ্দিকা,মরিয়ম খাতুন,মোসলেমা আকতার মরিয়ম, সাধারনে সুমাইয়া আকতার, লাবনী আকতার, সুমাইয়া আকতার, সেকেন্দ্রাবাদ দাঃ মাঃ সাধারনে সাধারন গ্রেডে ইসতিয়াক ইমরোজ সাজিদ, সিমলা আকতার, সালিয়া আকতার, সুমাইয়া আকতার শারমীন, ফারমিদা আকতার, সুমাইয়া আকতার, দহপাড়া দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে সাধারন গ্রেডে তাসিন আহম্মেদ, জাবিদ হাসান, হানিফ ইসলাম,গোলাম আজম রুমান, রায়নগর ডি এস সিনিয়র আলিম মাদ্রাসা থেকে, সামিউল ইসলাম,সায়াদ আহম্মেদ, বরকতুল্লাহ, আরবী খাতুন, লুবাসীশ হাসান,খয়রার পুকুর দাখিল মাদ্রাসার সাধারনে সিয়াম বাবু, শাওন আহম্মেদ, মনিরা আকতার মীম,আলিয়ারহাট সিনিয়র মাদ্রাসার সাধারনে আল আমীন, হরিপুর চলনাকাঁথী ফাজিল মাদ্রাসার সাধারনে মীম আকতার, কুড়াহার সিনিয়র আলিম মাদ্রাসার সাধারনে মানসুরা খাতুন, রহবল সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা থেকে সাধারনে,রিমি আকতার, মরিয়ম খাতুন, সোমাইয়া খাতুন, নান্দুরা সিঃ ফাজিল মাদ্রাসার জয়নাব খাতুন ,গামড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার রিয়া মুনি, কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসার আফসানা মিমি।