রাজকীয় ভাবে জাতীয় ক্রিকেটার সৌম্য সরকারের বৌভাতের আয়োজন সম্পন্ন

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধি : আলোর ঝলকানিতে মুখর হয়ে উঠেছে সাতক্ষীরায় সৌম্য সরকারের বাড়ি তথা বিনোদন পার্ক মোজাফফর গার্ডেন। আজ নিমন্ত্রিত অতিথি আত্মীয় স্বজনে ভরে ওঠে মোজাফফর গার্ডেনের সুবিন্যস্ত চত্ত্বর। সন্ধ্যা নামতেই শুরু হয় বৌ ভাত অনুষ্ঠান। বিবাহোত্তর সংবর্ধিত দুই অতিথি সৌম্য সরকার আর তার স্বপ্নের রানী প্রিয়ন্তী দেবনাথ পূজা হাসিমুখে বরণ করে নিলেন অতিথিদের। এর আগে বুধবার রাতে পুরোহিতের মন্ত্র যপ আর পিতার কনে সম্প্রদানের মধ্য দিয়ে অগ্নি সাক্ষি রেখে কনেকে সিঁদুর পরিয়ে সাতপাকে বাঁধা পড়েন মাঠ কাঁপানো ক্রিকেটার বাঁ হাতি পেসার সাতক্ষীরার ছেলে সৌম্য সরকার আর খুলনার প্রিয়ন্তি দেবনাথ পূজা। বৃহস্পতিবার সাতক্ষীরা শহরের কাটিয়া মধ্যপাড়ার ‘লাল সবুজ’ অংকিত বাড়িতে মা নমিতা সরকার ও স্বজনরা ধান দুর্বা তেল চন্দন ফুল আর প্রদীপের ছোঁয়ায় বরণ করে নেন এই জুটিকে। শুক্রবার সন্ধ্যায় বৌভাত অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো সৌম্য প্রিয়ন্তীর বিয়ের সব আনুষ্ঠানিকতা। উক্ত বৌভাত অনুষ্ঠানে সাতক্ষীরার সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোস্তফা কামাল, কবি, সাংবাদিকসহ সর্ব পেশার মানুষসহ ২ হাজার আমন্ত্রিত মেহমানসহ উপস্থিত ছিলেন তিন হাজারের অধিক অতিথি। বৌভাত অনুষ্ঠানে জন্য আয়োজন করা মোজাফফর গার্ডেনের মূল ফটক ছাড়াও আর ছয়টি পুষ্প শোভিত নান্দনিক গেট নির্মাণ করা হয়। বৌভাত অনুষ্ঠানে যেখানে নব-দম্পতি বসবেন, সেই স্টেজটি রীতিমতো রাজকীয় ও চোখ ধাঁধানো পুষ্প সজ্জা আর ঝিলমিল আলোয় আলোকিত পথ তৈরি করা হয়। তার ছিলো আরও ছয়টি ছোট ফটক,সৌম্য সরকারের দুই ভাই প্রণব কুমার সরকার ও পুষ্পেন সরকার সাজসজ্জার বিষয়টি দেখাশোনা করেন। সৌম্য-পূজা দম্পত্তিকে দেখতে তিল ধারণের ঠাঁই ছিলনা শহরের অদুরে খড়িবিলায় মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে। রাত ৮ ঘটিকার পর সৌম্য-পূজা আশির্বাদ মঞ্চে উঠেন। লাভ আকৃতির সেই মঞ্চে ছিলো রঙিন আলো আর ফুলের সমাহার। দৃশ্যটা মনোরম এবং নান্দনিকতায় পূর্ণ। আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয় শাহী নান রুটি, খাসির কালাভূনা, কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট, গলদা চিংড়ি ভাজা, শাহি চাটনি, বোরহানি, জর্দা, দই, কোমল পানীয়, মিষ্টি পান ছাড়াও ছিলো কুলফি, ফুচকা ও কফি। বিসিবি অনুমোদিত একজন বাবুর্চি রান্নাবান্নার দায়িত্ব পালন করেন। তার বৌ-ভাত ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলো জাতীয় দলের আরেক ওপেনার এনামুল হক বিজয়, বাংলাদেশ ক্রিকেটের নাসির হোসেনসহ বিকে এসপির তরুণ উদীয়মান খেলোয়াড়েরা। জাতীয় দলের ক্রিকেটার সৌম সরকার ও তার নববধু প্রিয়ন্তি দেবনাথ পূজাকে নিয়ে অতিথি ও দর্শনার্থীরা সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন।

Next Post Previous Post