মৌলভীবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত : আটক ২, ওসিসহ আহত ৫
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) ভোরে কাগাবালা ইউনিয়নের বোরোতল গ্রামে এ ঘটনা ঘটে। ‘বন্দুকযুদ্ধে’র সময় থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় দেশিয় দুটি আগ্নেয়াস্ত্র ও একটি সিএনজি অটোরিকশাসহ ২ ডাকাতকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামাল।
এই ঘটনায় আহত পুলিশরা হচ্ছেন- থানার ওসি আলমগীর হোসেন, এসআই কোরবান আলী, কনস্টেবল নিলয় পাল, নিরুপম পাল ও সুরঞ্জিত রায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, নাজিরাবাদ এলাকার আব্দুল খালেকের বাড়িতে ডাকাতি করে সিএনজি চালিত অটোরিকশায় পালানোর সময় পুলিশ তাদের পিছু নেয়। এ সময় তারা কাগাবালা ইউনিয়নের বোরোতলা একালায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে এক ডাকাত মারা যান। দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।